সিলেটে শেষ হলো সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা। রোববার (২৯ ডিসেম্বর) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় বইমেলার কার্যক্রম। বইমেলায় ঢাকার ২৮টি ও স্থানীয় ১৪টি প্রকাশনা প্রতিষ্ঠান তাদের স্টলে দুর্লভ ও গুরুত্বপূর্ণ বই প্রদর্শন ও বিক্রি করে।
এছাড়া প্রতিদিন মেলায় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র, মুক্তিযোদ্ধার মুখে মুক্তিযুদ্ধের কথাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রাখা হয়। রোববার বিকেলে সমাপনী অনুষ্ঠানে এসব প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয়। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসলাম উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট বেতারের কর্মকর্তা মাসুদ পারভেজের পরিচালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, মুক্তিযুদ্ধ পাঠাগারের সভাপতি সাংবাদিক আল আজাদ, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি ভবোতোষ রায় বর্মণ রানা, জসিম উদ্দিন প্রমুখ।
এর আগে গত ২৩ ডিসেম্বর (সোমবার) বিকেল সাড়ে ৩ টায় সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে বইমেলার উদ্বোধন করা হয়েছিল। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় পরিষদের প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
মন্তব্য