মোঃ সাইদুল হাসান ওহী এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে সিলেট সরকারী পাইলট স্কুল থেকে পিএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিল। মঙ্গলবার বেলা ৩ ঘটিকায় স্কুল থেকে ফল শুনার পর ওহী এবং তার বাবা মা, দাদী, চাচাসহ সবাই আনন্দে আত্মহারা। সে সিলেট নগরীর আম্বরখানার বিশিষ্ট ব্যবসায়ী মো: লাল মিয়ার ছেলে।
নেপোলিয়ন বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও , ”আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দেব ”। ওহীর সাথে কথা বলে জানা যায়, তার ভাল ফলাফলের পেছনে স্কুলের শিক্ষক শিক্ষিকার পাশাপাশি তার মায়ের অবদান অপরিসীম। সে তার স্কুলের শিক্ষকদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেছে । সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। ওহী তার উজ্জল ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়া চেয়েছে।
মন্তব্য