শ্রীমঙ্গলে মাদকবিরোধী শপথ ও আলোচনা সভা

মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে শ্রীমঙ্গল বিটিআরআই উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রচার কার্যক্রমের আওতায় আলোচনা সভা, মাদক বিরোধী সচেতনতার লক্ষ্যে শিক্ষার্থীদের ভিডিও চিত্র প্রদর্শনী ও শপথ বাক্য পাঠ করানো হয়। শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা তথ্য কর্মকর্তা নিলয় আহমেদ সাত্তার এর সঞ্চালনায় ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েক আহমেদ এর সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসিম উদ্দিন। উপস্থিত ছিলেন- মোহনা টেলিভিশন এর শ্রীমঙ্গল প্রতিনিধি আতাউর রহমান কাজলসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ ও মাদকের ভয়াবহতা নিয়ে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেয় অষ্টম শ্রেণির ছাত্রী অনিন্দিতা দেব। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ ও মাদক বিরোধী সচেতনতামূলক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। পরে সকলে সম্মিলিতভাবে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করেন।