আমার একা থাকার দিন
বুকের ব্যাথাটা চিন চিন
মনের কোণে কে ফোটালো
বিষেরই আলপিন।
আমার সুখস্বপ্ন যত
সব হলো সমাহিত
চোখের বুকে বান ডেকেছে
অশ্রু অবিরত।
আমার বেঁচে থাকা দায়
আমার বিঁধলো কাঁটা পায়
আমার দুখে পোড়া মুখে
কার কি আসে যায়।
আমার সব কিছু আজ
শেষ আমার নাইতো অবশেষ
বুকের ভিটায় আগুন দিয়ে
উড়ায়ে হাঁটো কেশ।
এবার তোমার ভালো হোক
তোমায় ঘিরে বহু লোক
ধরনী ছেড়ে গেলেও আমি
তুমিতো পাবে না শোক।
আমার হলে ইতি
রচিবে তুমি গীতি
তোমার কাছে হারলে
আমি আমার কাছে জিতি।
মন্তব্য