মনির আহমদ একাডেমীর রজত জয়ন্তী উৎসব

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দক্ষ জনশক্তির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। শুধু বিদেশ গেলে হবেনা, কাজের উপর প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে রোজগার বেশি করা যায়। যারা লেখাপড়ায় ঝরে যায়, তাদেরকে কারিগরি শিক্ষায় মনোনিবেশ করতে হবে। দক্ষিণ সুরমার আলমপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে দক্ষ মানব সম্পদে পরিণত করতে হবে। এছাড়া সিলেটে জাপানী ভাষা শিক্ষার সুযোগ রেয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে জাপানে গেলে ভালো রোজগার করা সম্ভব। অভিভাবকদের দায়িত্ব রয়েছে ছেলে-মেয়েদেরকে লেখাপড়ার ভাল দিকগুলো দেখিয়ে দেয়। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুললে হবে না, ব্যবস্থাপনা ভাল রাখতে হবে। ব্যক্তি উদ্যোগে মনির আহমদ একাডেমি গড়ে উঠেছে। এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমাদের সবাইকে সহযোগিতা করার আহবান জানান। তিনি শনিবার দুপুরে দক্ষিণ সুরমার তুরুকখলাস্থ মনির আহমদ একাডেমী প্রাইভেট ক্যাডেট কলেজের ২৫ বছর পূর্তি উপলকেষ ‘রজত জয়ন্তী’ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনির উদ্দিন আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের এমপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমদ মজুমদার, সিলেট-৩ আসনের এমপি, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক এমপি শফি আহমদ চৌধুরী, সিলেটের জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম, জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মজুমদার, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু চৌধুরী। সাবরিনা রিয়া ও রুবেল রাজ এর যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন একডেমীর অধ্যক্ষ উজ্জ্বল কুমার সাহা। মানপত্র পাঠ করেন ১০ম শ্রেণির ছাত্র সাহান আহমদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মনির আহমদ একাডেমী জামে মসজিদের ইমাম মাওলানা মাইনুল হক ও গীতা পাঠ করে ৭ম শ্রেণির ছাত্র অপূর্ব মল্লিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম খলিল, এটিএম মাসুদ চৌধুরী, সাবেক উপাধ্যক্ষ সৈয়দ উবায়েদ উল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. কাপ্তান হোসেন, সাবেক ইউপি চেয়ার‌্যান নুরুল ইসলাম আলম প্রমুখ।