সিলেট জেলার মাসিক কল্যাণ সভায় ভাল কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান। রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টায় সিলেট জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এতে ২০১৯ সালের ডিসেম্বর মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন সহ বিভিন্ন প্রশংসনীয় কাজ করায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে ওসমানীনগর থানার বুরুঙ্গা এলাকায় অজ্ঞাত নারীর মস্তকবিহীন লাশ পাওয়া যায়। এ ঘটনায় এলাকায় রহস্য সৃষ্টি হয়। তাৎক্ষনিক পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় মামলা রহস্য উদঘাটন সহ আসামী গ্রেফতারে তথ্য প্রযুক্তির সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
এছাড়া ডিসেম্বর মাসে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইনে সারা জেলার মুক্তিযুদ্ধোদের সম্বর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশ সুপার এই সম্মাননা প্রদান করেন।
মন্তব্য