গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। রবিবার বিকালে হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে সিলেটের নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নেওয়া হয়েছে।
জানা গেছে, জাকির হোসেন বেশ কিছুদিন ধরে হৃদরোগজনিত রোগে ভোগছিলেন। এদিকে, জাকির হোসেনের সুস্থতার জন্য তার পরিবার ও স্বজনদের পক্ষ থেকে বিয়ানীবাজারবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক দুইবারের নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মন্তব্য