সিলেট ল কলেজে ভর্তি আবেদন, ভর্তি ও ফরম ফিসহ সকল ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় এবং অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট ল কলেজ সাধারণ শিক্ষার্থীবৃন্দের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
রবিবার সাড়ে ১২ টায় সিলেট ল কলেজের গেটের সম্মুখে অনুষ্ঠিত এ মানববন্ধনে কলেজের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, দেশের অন্যান্য ল কলেজের তোলনায় সিলেট ল কলেজে ভর্তি আবেদন, ভর্তি ও ফরম ফিসহ সকল ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় করা হয়। মফস্বল থেকে আসা অনেক গরিব মেধাবি শিক্ষার্থী সকল ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায়ের জন্য ভর্তি হতে পারছেন না বা অনেকে হিমশিম খাচ্ছেন।
অতিরিক্ত ফি আদায়ের পথ থেকে ল কলেজ কর্তৃপক্ষ সরে না আসলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে- মানববন্ধনে এমনটাই বলেছেন বিক্ষোব্ধ শিক্ষার্থীরা।
মন্তব্য