আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যুতে সিলেটে দোয়া ও মিলাদ মাহফিল

আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা চলচ্চিত্র প্রযোজক আব্বাস উল্লাহ সিকদারের মৃত্যুতে সিলেট মঙ্গলবার দুপুরে হযরত শাহ ওলিউল্লা (রহঃ)জামেয়া ইসলামিয়া রইছুল উলূম মাদ্রাসা ও এতিম খানায় দোয়া -মিলাদ মাহ্ফিল ও শিরনী বিতরণ অনুষ্টিত হয়েছে। সিলেট অফিসের উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিলের পরিচালনা করেন মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্টাতা মুহতামিম আলহাজ্ব হাফিজ মাওলানা মো:রইছ উদ্দিন,এসময় উপস্থিত ছিলেন আনন্দ টিভির সিলেট ব্যুরো চীফ এম আর টুনু তালুকদার , সাংবাদিক এমরান ফয়সল, যুব সংগঠক ও সমাজ কর্মী শাহীন আহমদ, আনন্দ টিভির ক্যামেরা পার্সন মো. বিপলু আহমদ, মাদ্রাসার শিক্ষক দিলোয়ার হোসেন রাফি, আব্দুল মুকিত, মাজহারুল ইসলাম সুজনসহ মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থীবৃন্দ। পরে মাদ্রাসার শিক্ষার্থদের মধ্যে শিরনী বিতরণ করা হয়।