আব্দুল কাদির জিলানী ইসলামিক ইন্সটিটিউটের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব সম্পন্ন

হযরত আব্দুল কাদির জিলানী (রহ.) ইসলামিক ইন্সটিটিউটের ২য় ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতকালীন পিঠা উৎসব হয়েছে। ২১ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সৈয়দ কবির আহমদের সভাপতিত্বে ও ইন্সটিটিউটের প্রিন্সিপাল মাওলানা আবুল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ তৌফিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবুল হাসান, লালাবাজার কিন্ডারগার্টেনের এম.ডি আমিনুর রহমান চৌধুরী সিফতা, লালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, লালাবাজার ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সদস্য শিশু বানু, আল্লামা আব্দুল মুকিত মনজলাল একাডেমীর প্রিন্সিপাল আদনান আহমদ চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারি শিক্ষক মাওলানা ইসলাম উদ্দিন, পিঠা উৎসবে কবিতা পাঠ করেন সহকারি শিক্ষক আরজক সাফি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন আহমদ চৌধুরী, সদস্য লায়েক আহমদ জিকু, নাজিম খাঁন, আব্দুল আউয়াল, মাওলানা খাইরুল ইসলাম, সৈয়দ দবির আহমদ, লাকী খানম প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাজনা বেগম, নাজিরা বেগম, হাফিজ বিলাল আহমদ, মাহবুব রহমান চৌধুরী, হাফিজ রুহুল আমিন, মাশাফিয়া জেবিন ইমা, জাহানারা পারভিন জলি, আলী আসকর খাঁন, হাফিজ খসরুজ্জামান, তাহমিদ হোসাইন, ইসরাত জাহান, আঁখি খাতুন প্রমুখ। ক্বিরাত পরিবেশ করে নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবুর রহমান ও ইসলামী সঙ্গীত পরিবেশন করেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নাজমুছ ছাকিব মাহি। বিজ্ঞপ্তি