সীমান্তিক-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

সীমান্তিক-ইমজা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ ব্লু -ওয়াটার শপিং সেন্টারের ৯ম তলায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা কার্যালয়ে প্রতিযোগিতার পুরষ্কার বিরতনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্তিকের প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট অর্থনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবীর। ইমজার সভাপতি বাপ্পা ঘোষ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকী, জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি আল-আজাদ, সাংবাদিক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল,ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মামুন হাসান। অনুষ্ঠানে বক্তরা বলেন, পেশাগত শত ব্যস্ততার মধ্যেও সাংবাদিকরা খেলাধুলায় অংশ নিয়েছেন। বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়েছেন। বিষয়টি খুবই ইতিবাচক। তারা সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলার চর্চা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইমজার সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল ও আশরাফুল কবির,সাবেক সাধারণ সম্পাদক আনিস রহমান, সজল ছত্রী ও দেবাশীষ দেবু,ইমজার কোষাধ্যক্ষ মারুফ আহমদ,ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক টুনু তালুকদার,ইমজার প্রচার ও প্রকাশনা সম্পাদত মাইদুল ইসলাম রাসেল,ইমজার সদস্য এস আলম আলমগীর,প্রত্যুষ তালুকদার,শফি আহমদ,হাসান সিকদার সেলিম, অনিল পাল হোসাইন আহমদ সুজাদ, মাধব কর্মকার, শুভ্র দাস রাজন, কাইয়ুম উল্লাস, নিরানন্দ পাল,শফিকুর রহমান চৌধুরী, আবু তাহের চৌধুরী, মাহমুদুর রহমান মিলন ও ইমজার সাবেক সহ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম সাজু প্রমুখ। এবারের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতায় ১২টি ইভেন্টে খেলা সম্পন্ন হয়। এসব খেলায় বিজয়ীরা হলেন আনিস রহমান (চ্যাম্পিয়ন প্লেয়িং কার্ড ব্রে, ডমিনোজ, প্লেয়িং কার্ড টুয়েন্টি নাইন ও রানার আপ দাবা), মারুফ আহমদ (চ্যাম্পিয়ন ক্যরম একক, ক্যরম দ্বৈত, প্লেয়িং কার্ড কলব্রিজ), নাজমুল কবীর পাভেল (চ্যাম্পিয়ন দাবা, প্লেয়িং কার্ড ব্রে, প্লেয়িং কার্ড কলব্রিজ), গোলজার আহমদ (চ্যাম্পিয়ন ডমিনোজ, প্লেয়িং কার্ড অকশন ব্রিজ ও রানার আপ প্লেয়িং কার্ড ব্রে), সজল ছত্রী (চ্যাম্পিয়ন ক্যরম দ্বৈত ও রানার আপ প্লেয়িং কার্ড অকশন ব্রিজ, ক্যরম একক), বাপ্পা ঘোষ চৌধুরী (চ্যাম্পিয়ন প্লেয়িং কার্ড অকশন ব্রিজ ও রানার আপ ডমিনোজ), প্রত্যুষ তালুকদার (চ্যাম্পিয়ন সাপলুডু ও রানার আপ ক্যরম দ্বৈত), দিপক বৈদ্য দিপু (রানার আপ ক্যরম দ্বৈত, সাপলুডু), মঈনুল হক বুলবুল (রানার আপ প্লেয়িং কার্ড কলব্রিজ, প্লেয়িং কার্ড টুয়েন্টি নাইন), আবু তাহের চৌধুরী (চ্যাম্পিয়ন সাপলুডু), শেখ আশরাফুল ইসলাম নাসির (চ্যাম্পিয়ন প্লেয়িং কার্ড টুয়েন্টি নাইন), আশরাফুল কবীর (রানার আপ প্লেয়িং কার্ড অকশন ব্রিজ, প্লেয়িং কার্ড টুয়েন্টি নাইন), শাহ দিদার আলম নবেল (রানার আপ প্লেয়িং কার্ড ব্রে), মাইদুল ইসলাম রাসেল (রানার আপ সাপলুডু), মাহমুদুর রহমান মিলন (রানার আপ ডমিনোজ), শফিকুর রহমান চৌধুরী (রানার আপ প্লেয়িং কার্ড কলব্রিজ)।