সিলেটে এই প্রথম আন্তর্জাতিক মানের ‘খাদ্য সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি কোর্সের’ উদ্বোধন করেছেন ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ ও ব্রিটিশ পার্লামেন্টের লিসেস্টার ইস্টের সাবেক সংসদ সদস্য (এমপি) দি আরটি হন কেইথ ভাজ।
শুক্রবার (২৫ জানুয়ারি) রাতে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে কোর্সের উদ্বোধন করেন।
টমি মিয়া’স হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা টমি মিয়ার সভাপতিত্বে ও টমি মিয়া ইনস্টিটিউটের বিভাগীয় সমন্বয়ক তাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি), সিলভার স্টার ডায়বেটিস এয়োনেস এর নির্বাহী পরিচালক হানিফ পাঠান, এম্বেসেটর মো. আলা উদ্দিন, বাবুল আক্তার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক এম. কামরুল আই রাসেল, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, এমডি রফিকুল ইসলাম রনি, ফয়েজ আহমদ খান বেলাল, জাফর জাহান প্রমুখ।
মন্তব্য