সিলেটে কাস্টমস দিবস পালিত

‘অবাধ বাণিজ্য, ভ্রমণ এবং পরিবহণের জন্য স্মার্ট সীমান্ত ব্যবস্থা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস। এ উপলক্ষে আজ রবিবার সিলেটে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার ও মতবিনিময়। সকাল ৯টায় নগরীর মেন্দিবাগস্থ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেট কার্যালয়ের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে সেখান থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাছিমপুরস্থ আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে সেখানে এক সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের কাস্টমস কমিশনার ড. মো. গোলাম মুনীরের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (মূসক বাস্তবায়ন ও আইটি) শাহনাজ পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন কর কমিশনার রণজিত কুমার সাহা, অতিরিক্ত কমিশনার নিয়াজুর রহমান, যুগ্ম কমিশনার মিনহাজ উদ্দিন ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ প্রমুখ।