চা শ্রমিকের দৈনিক মজুরি ৪শত টাকা দিতে হবে’

চা শ্রমিকের জীবনমান উন্নয়নে দৈনিক মজুরি ন্যূনতম ৪শত টাকা নির্ধারণসহ ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে গোলটেবিল বৈঠক হয়েছে। আজ শুক্রবার বিকাল ৩টায় সিলেট নগরীর মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা সহসভাপতি, মোমিনছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি লিটন কুমার মৃধার সভাপতিত্বে ও সন্দীপ রঞ্জন নায়েকের পরিচালনায় গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন প্রবীণ রাজনীতিবিদ এডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, মৌলভীবাজার জেলা বাসদ সমন্বয়ক এড.মঈনুর রহমান মগনু, বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর, সাম্যবাদী দল জেলা সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি আরিফ মিয়া, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এম এ মতিন, আইনজীবী সমিতির সাবেক সভাপতি ই ইউ শহিদুল ইসলাম, অধ্যাপক ড. আবুল কাশেম, সুজন সিলেট শাখার সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, দৈনিক মিরর সম্পাদক আহমেদ নূর, সিপিবি যুগ্ম সম্পাদক খায়রুল হাছান, চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, সুরমা ভ্যালি সভাপতি রাজু গোয়ালা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, রাজনগর বাগান ইউপি সদস্য বিপ্লব মাদ্রাজি প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও বিভিন্ন বাগানে ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ। গোলটেবিল বৈঠকে নেতৃবৃন্দ বলেন, ‘চা শ্রমিকের মজুরি, চিকিৎসা সেবা, শিক্ষার অধিকার নিয়ে মালিকরা প্রতারণা করে। দীর্ঘ আন্দোলনের মাধ্যমে মজুরি বোর্ড গঠন হলেও ১৩মাস অতিক্রান্ত হয়ে গেছে এখনও নতুন মজুরি চুক্তি সম্পাদিত হয়নি।’ বক্তরা অবিলম্বে চা শ্রমিকের জীবনমান উন্নয়নে দৈনিক মজুরি ন্যূনতম ৪শত টাকা করার দাবি জানান।