সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ১৯৯০ ব্যাচ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে ভাদেশ্বর মোকামবাজারে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসময় প্রায় দুই শতাধিক শীতার্তের হাতে শীতবস্ত্র তোলে দেয়া হয়।
ভাদেশ্বর নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক তারেক জলিল।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯৯০ ব্যাচ সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোছা: রায়না বেগম, সহ-সভাপতি সৈয়দ আব্দুল গফুর, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক সৈয়দা লুৎফা বেগম, সাংগঠনিক সম্পাদক এহতেশাম আবদীন চৌধুরী (ফরহাদ), সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌসি বেগম, কোষাধ্যক্ষ আয়নুল হক।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি জামাল আহমদ জায়গীরদার, সহ-কোষাধ্যক্ষ আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক ফয়েজ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক ছয়েফ উদ্দিন, শামসুল ইসলাম, শাহিন আহমদ, ছালেখ আহমদ, আসতার আলী, কবির উদ্দিন প্রমুখ।
১৯৯০ ব্যাচ এর শিক্ষার্থী প্রবাসী ড. মনছুর আহমদ চৌধুরী, কাজী মোমেনুর রহমান , কাজী মামুনুর রহমান, জাকারিয়া আহমদ, রোমান আহমদ চৌধুরী, মিছবাহ উদ্দিন, রাফি আছকির চৌধুরী ইমন, শামিম আহমদ, সাব্বির আহমদ প্রতিষ্টাতা মোছা:রায়না বেগম এদের আর্থিক সহযোগিতায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
মন্তব্য