সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষক লীগের সভাপতি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন নব নির্বাচিত কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় চত্বরে প্রবেশ করলে বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ নেতা ও ছাত্রলীগের নেতারা তাকে স্বাগত জানান। পরে তিনি সিকৃবির ভিসি প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদারকে সাথে নিয়ে প্রশাসন ভবনের সামনে স্থাপিত জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোঃ বদরুল ইসলাম শোয়েব, কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) সিলেট চ্যাপ্টারের সভাপতি কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলাম, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সস অনুষদের ডিন প্রফেসর ড. আবু হেনা মোস্তফা কামাল, প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোঃ আবদুল বাসেত, ফার্মাকোলজি ও টক্সিকোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ আনোয়ার হোসেন, প্যারাসাইটোলজি বিভাগের প্রফেসর ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঞা, হাওর কৃষি বিভাগের প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদের সভাপতি মোঃ আনিসুর রহমান, চিফ মেডিক্যাল অফিসার ডাঃ অসীম রন্জন রায়, শরীরচর্চা বিভাগের পরিচালক মোঃ ছানোয়ার হোসেন মিঞা প্রমুখ। পরবর্তীতে ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে এক আলোচনায় সমীর চন্দ বলেন, “বাংলার কৃষি ও কৃষকদরে ভাগ্য উন্নোয়নে কৃষিবিদদের নিরলস কাজ করে যেতে হবে।”