‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ ছবির সহ-প্রযোজনায় বঙ্গবিডি

পরিচালক আবু রায়হান জুয়েল সরকারি অনুদানের সিনেমা ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ এর কাজ শুরু করতে যাচ্ছেন। এদিকে আজ দুপুরে বাংলাদেশের ডিজিটাল প্লাটফর্ম বঙ্গবিডির চিফ কনটেন্ট অফিসার মুশফিকুর রহমান বলেন, ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ ছবিটি সহপ্রযোজনা করবে বঙ্গবিডি। বাংলা সিনেমায় যখন মৌলিক গল্পের সংকট চলছে তেমন একটি সময়ে ড. মুহম্মদ জাফর ইকবালের মত জনপ্রিয় লেখকের উপন্যাস থেকে এ সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। তাই এতে সম্পৃক্ত থাকতে পেরে আমরা আনন্দিত। পাশাপাশি একটি সরকারী অনুদানের সিনেমায় সহ-প্রযোজক হিসেবে থাকাটাও গর্বের। আশা করি, এ সিনেমাটি নির্মাণের পর দর্শকরাও পছন্দ করবেন। জানা যায়, ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ ছবির আনুষ্ঠানিক ঘোষণা উপলক্ষে আগামী ১০ই ফেব্রুয়ারি বিকেল ৫টায় বিশ্ব সাহিত্য কেন্দ্রে ড. মুহম্মদ জাফর ইকবাল এ সিনেমার কলাকুশলীর নাম ঘোষণা করবেন। জানা যায়, এ ছবির চিত্রনাট্য করেছেন জাকারিয়া সৌখিন। ছবির মূল চরিত্রে অভিনয় করবেন সিয়াম ও পরীমনি। আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার প্রমূখ। উল্লেখ্য, ড. মুহম্মদ জাফর ইকবালের শিশু-কিশোর উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ থেকে নির্মাণ হতে যাচ্ছে ‘অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন’ ছবিটি। এ সিনেমার জন্য প্রথমবার গানও লিখেছেন ড. মুহম্মদ জাফর ইকবাল। আগামী ১৩ই মার্চ থেকে এ সিনেমার শুটিং শুরু হবে।