নাম- শংকর দাস, পিতা- সুসেন্দ্র দাস, গ্রাম- উত্তর ভবানীপুর, ডাক-জুড়ী, উপজেলা-জুড়ী, জেলা- মৌলভীবাজার।
গত ৩ই ফেব্রুয়ারী সকালে কাতার হইতে রিজেন্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ফ্লাইট নাম্বার- RX0754) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান, এয়ারপোর্ট হইতে বাহির হওয়ার পর গত ৬ই ফেব্রুয়ারী পর্যন্ত উনার সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয় নাই, সম্ভাব্য সকল যায়গায় খোজাখুজি করার পরেও উনার কোনো সন্ধান পাওয়া যায় নাই।
এইমর্মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থানায় ৬ই ফেব্রুয়ারী একটি সাধারন ডায়েরি করা হয় (সাধারন ডায়েরি নং-২১৪/২০)
যদি কোনো হৃদয়বান ব্যক্তি উনার সন্ধান পান তাহলে নিচের ঠিকানা/মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্যে অনুরোধ করা গেলো-
মোবাইল: ০১৭৯৪৩৮৭৪৯২ /০১৭২০০৬০৮১৭/০১৭২২২৯৩৩৭৩
মন্তব্য