নবীগঞ্জে সাংবাদিকের উপর হামলা, গ্রেপ্তার ১

সংবাদ প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে নবীগঞ্জে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন নবীগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কিবরিয়া চৌধুরী। শুক্রবার রাতে শহরের শান্তিপাড়া এলাকায় হামলার ঘটনাটি ঘটে। খবর পেয়ে নবীগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং ন্যক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানান। এদিকে হামলার সাথে জড়িত থাকার অভিযোগে জাফর ইকবাল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া অন্যান্য হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে বলেও জানিয়েছে পুলিশ। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যাবার আগেই সন্ত্রাসীরা সটকে পড়ে। পরে সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে শান্তিপাড়া পুরান সাব রেজিস্ট্রার অফিসের সামনে পৌঁছামাত্র পূর্ব থেকে ওঁত পেতে থাকা ফখরুল ইসলাম চৌধুরী, গোলাম রহমান লিমন, জাফর ইকবালসহ ৫/৬ জনের একটি দল কিবরিয়া চৌধুরীর উপর আবারো অতর্কিত হামলা চালায়। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান বলেন, হামলার খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলাম। ঘটনার খোঁজ খবর নিয়ে তাৎক্ষনিক পুলিশের অভিযানে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পৌর এলাকার রাজাবাদ গ্রামের সাদ্দত মিয়ার পুত্র জাফর ইকবালকে(২১) গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। অপরদিকে এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সরওয়ার শিকদার, সহ-সভাপতি আশাহিদ আলী আশা, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া ও প্রেস ক্লাবের নেতৃত্ববৃন্দসহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। হামলার ঘটনায় নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আশংকাজনক অবস্থায় সাংবাদিক কিবরিয়া চৌধুরীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।