নন্দিত সিলেট: সিলেটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির নেতৃবৃন্দ। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চেম্বারের কনফারেন্স হলে আয়োজিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি আবু তাহের মো. শুয়েব। মতবিনিময়কালে সিলেটের ব্যবসা-বাণিজ্য ও শিল্পখাতের উন্নয়নে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে চেম্বারের চলমান কাজগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন নেতৃবৃন্দ। এছাড়াও মুজিবর্ব্ষ উপলক্ষ্যে সিলেট চেম্বারের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনা এবং কেক কাটা। এর আগে চেম্বারে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করা হবে। এদিকে, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে পরিবেশবান্ধব বেগ বিরতরণ করবে চেম্বার। মুজিববর্ষ উপলক্ষ্যে কৃষিনির্ভর উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বাকি ১২ উপজেলায় আয়োজন করা হবে সেমিনারের। মতবিনিময়কালে চেম্বার নেতৃবৃন্দ আরও জানান, সিলেটে বিনিয়োগ বৃদ্ধি ও আন্তর্জাতিক মানের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে 'সিলেট বিজনেস সামিট-২০২০' আয়োজন, মুজিববর্ষে সিলেটের পর্যটন শিল্পের বিকাশে পর্যটনসপ্তাহ পালন, আগর-আতর ব্যবসার প্রসারে পদক্ষেপ গ্রহণ, আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন, তথ্যপ্রযুক্তি খাতে সিলেটকে এগিয়ে নিতে আউটসোর্সিং, ফিলেন্সিং, ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা, ক্ষুদ্র উদ্যোক্তদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে কর্মশালা, নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রজেক্ট প্রোফাইল তৈরি এবং সিলেটে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, যানজট ও হকারমুক্ত রাস্তাঘাট এবং সিলেটকে ব্যবসায়ীক নিরাপত্তাসম্বলিত শহর গঠনে পদক্ষেণ গ্রহণ করা হবে। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহসভাপতি চন্দন সাহা, সহসভাপতি তাহমিন আহমদ, পরিচালক মো. সাহিদুর রহমান, এহতেশামুল হক চৌধুরী, মো. আব্দুর রহমান (জামিল), মো. আতিক হোসেন, খন্দকার ইসরার আহমদ রকী, সাব কমিটির সদস্য মো. মধু মিয়া, মো. শামীম আল মামুন, এ্যাডভোকেট মো. মাজহারুল হক প্রমুখ।
মন্তব্য