সাহিত্য ডেস্ক: শিশু-সাহিত্যে নিয়ে কাজ করে যাচ্ছেন শাম্মী তুলতুল দীর্ঘদিন ধরে,জাতীয় পত্রিকা ও ভারতে লিখালিখি করছেন ১৪ বছর ধরে।পাশাপাশি লিখছেন বড়দের জন্যেও।নিজেরর চমৎকার লেখনির মাধ্যমে অর্জন করছেন পাঠক হৃদয়।প্রতিবছর তার বইয়ের বিক্রি বাড়ছে।এই বছর তার সাইন্স ফিকশন বই ভূত যখন বিজ্ঞানী মেলাই বিক্রির শীর্ষে তার, প্রতিভা প্রকাশের কর্ণধার মঈন মুরসালিন এই খবর নিশ্চিত করেন।এরই মধ্যে পাঠকরা তাদের ভালোলাগা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে।তিনি শিশুসাহিত্যে পেয়েছেন নজরুল সাহিত্য পুরস্কার সহ অন্যান্য জাতীয় সন্মাননা।এ ছাড়াও তার প্রকাশিত চারটি উপন্যাস বের হয়েছে অনিন্দ্য প্রকাশ থেকে।ভূত যখন বিজ্ঞানী বইটিতে সাইন্স ফিকশন গল্প ছাড়াও রয়েছে আর ১১ টি গল্প।আছে মুক্তিযুদ্ধের, আছে ভাষা আন্দোলন ও অন্যান্য ছোটোদের গল্প।হাস্যরসেরপাশাপাশি শিক্ষামূলক গল্প রয়েছে বইটিতে।সহজ সরল ভাষায় লিখা গল্প গুলো খুব সহজেই শিশু কিশোরদের মন কেড়েছে।
মন্তব্য