সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবীতে মানববন্ধন

নন্দিত সিলেট: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে \'বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয়’ বাস্তবায়নের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই দাবীতে বিশাল মানববন্ধন করেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা এসময় শিক্ষার্থীরা বলেন- ২০১২ সালের ২৪ মার্চ প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করার। কিন্তু এখনো তা হয়নি। তাই এই ইঞ্জিনিয়ারিং কলেজকে দ্রুত বঙ্গবন্ধু প্রকৌশল বিশ্ববিদ্যালয় নামে বাস্তবায়ন করার জোর দাবি জানান।