নন্দিত সিলেট:করসনা আদর্শ প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন কমিটির উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ২টায় বিদ্যালয় প্রাঙ্গনে যুক্তরাজ্য প্রবাসী বাবলী সুলতানা মিনি, আব্দুল কাদির চান্দ আলী, জসিম উদ্দিন জুনায়েল, শানুর খান ও এমাদ উদ্দিন লিমনকে এই সংবর্ধনা প্রদান করা হয়। করসনা আদর্শ প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাজী রেজওয়ান আলীর সভাপতিত্বে ও বিদ্যালয় প্রধান শিক্ষক আতিকুর রহমান জালাল এবং উন্নয়ন কমিটির সদস্য নাজিম খানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ইতিমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। এতে প্রবাসী আয়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা দেশের উন্নয়েনর জন্য কাজ করছেন। যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা রয়েছে। এ ক্ষেত্রে প্রবাসীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সংবর্ধিত অতিথির বক্তব্য অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী বাবলী সুলতানা মিনি, আব্দুল কাদির চান্দ আলী, জসিম উদ্দিন জুনায়েল, শানুর খান ও এমাদ উদ্দিন লিমন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উন্নয়ন কমিটির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক লায়েক আহমদ জিকু, ম্যানেজিং কমিটির সদস্য ময়নুল হক টেনু, গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজী রুশন মিয়া, গৌছ খান, আজিজুল হক হেলাল, তছির আলী, গোলাম মোস্তফা, শিক্ষক আজিজুল হক মামুন, আজিজুল হক সুমিন, শামসুল হক জাহের, শেখ বকুল, আমিনুল হক শিপু, বাবুল আহমদ প্রমুখ।
মন্তব্য