নন্দিত ডেস্ক: চাকরিতে আবেদনের বয়স ৩৫ সহ চার দফা দাবিতে শনিবার বিকাল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ সিলেট শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র কল্যান পরিষদের প্রধান সমন্বয়ক শাহ নাজিম উদ্দিন এর সভাপতিত্বে সমন্বয়ক আশীষ কান্তি দাস এর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সমন্বয়ক মাহফুজুল হক পাপল ও সিলেটের সমন্বয়ক শাহনুর আলী, দেবাশীষ কান্তি দাস, নিহার রঞ্জন দাস,শাহজাহান রাশিদ, সেলিনা, জার্নাল চৌধুরী প্রমুখ। দাবিসমুহঃ ★ চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি ৩৫ করতে হবে ★আবেদন ফি ৫০-১০০৳ মধ্যে নির্ধারন করতে হবে। ★ নিজ জেলা বা বিভাগীয় শহরে নিয়োগ পরীক্ষা নিতে হবে। ★ সুনির্দিষ্ট নীতিমালা বাস্তবায়ন করে ৩-৬ মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। মানবন্ধনে বক্তারা বলেন, মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি মেনে নেয়ার জন্য অনুরুধ জানাচ্ছি।
মন্তব্য