নন্দিত সিলেট:জিন্দাবাজারে হকারদের হামলায় গোয়াইনঘাট সরকারি কলেজের বিএ (অনার্স) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী নজরুল ইসলাম মুন্না নিহতের প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রবিবার দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট পাওয়ার ব্র্যান্ডের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেট পাওয়ার ব্র্যান্ডের সভাপতি জাকিরুল ইসলাম জাকিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, সাবেক সিটি কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষকলীগের প্রচার সম্পাদক আবুল হুসেন, জেলা যুবলীগ নেতা এম. সোহেল আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জহির রায়হান সুমন, ছাত্রলীগ নেতা দিলোয়ার হোসেন, নিহত মুন্নার বড় ভাই সাইফুল ইসলাম মামুন, আলোর দিশারীর সাধারণ সম্পাদক জালাল সিদ্দিকী, ইচ্ছাপূরণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা রেশমা জান্নাতুল রুমা। এছাড়াও উপস্থিত ছিলেন নাসির, তোফায়েল হাসান, মুন্না, উসমান ইমাম, হাসান, ইউসুফ আলী, মুজাহিদ, রায়হান, খালেদ, মইনুল হক, সিলেট পাওয়ার ব্র্যান্ডের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খান আকাশা, সহ সাধারণ সম্পাদক রুমান আল মনাফ, রুমন, রাহিম, সাইমন, কাজল, জাহেদ, সাইদ, উসমান প্রমুখ।
মন্তব্য