নন্দিত ডেস্ক : কুমিল্লার বুড়িচং উপজেলার পশ্চিমপাড়া থেকে তাহসিন রিজুয়ান নামের ১২ বছর বয়সের এক শিশু গতকাল সোমবার থেকে নিখোজ রয়েছে ।নিখোজ ছেলের সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন তার বাবা মা ।
পরিবারের সদস্যরা জানান গতকাল সন্ধার দিকে তাহসিন রিজুয়ান বাড়ির পাশের খালে ময়লা ফেলতে যায় ।ময়লা ফেলে বাড়ি না ফিরায় পরিবারের সদস্যরা তাকে অনেক খোজাখোজি করে না পেয়ে কুমিল্লার বুড়িচং থানায় একটি সাধারন ডায়েরী করেন ।হারিয়ে যাওয়ার সময় তার পড়নে ছিল টিয়া রঙের জামা আর জিন্সের পেন্ট । কোনো হৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানায় অথবা তার বাবা খায়রুল আলমের সাথে যোগাযোগ করার অনেুরোধ করেছেন তার বাবা । (01769115764), (01769115765)
মন্তব্য