হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় দেশের বৃহত্তম সুরমা চা বাগানে করোনাভাইরাস প্রতিরোধে কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। রোববার থেকে বাগানবাসীকে সচেতন করতে কাজ শুরু হয়েছে। শনিবার রাতে বাগান ব্যবস্থাপক আবুল কাশেমের সভাপতিত্বে করোনা করণীয় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বাগানের সহকারী ব্যবস্থাপক, শ্রমিক, স্টাফ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় করোনাভাইরাস রোধে, বিপুল জনগোষ্ঠীর এ চা বাগানে জনসচেতনা সৃষ্টিতে, উদ্যেগ গ্রহণ করা হয়। শ্রমিক-কর্মচারীসহ বাগানবাসী যাতে কর্মস্থল, বাসাবাড়িতে, ভালো করে হাত ধোয়া এবং মাস্ক ব্যবহার করে করোনার সংক্রমণ রোধ করে এ ব্যাপারে দিকনির্দেশনা দেয়া হয় সভায়। শ্রমিকদের ঘরে ঘরে বার্তা পৌঁছানোর কাজ শুরু করা হয়েছে। এ ছাড়া সরকারি নির্দেশনা মেনে চলতে শ্রমিকদের বলা হয়েছে। ব্যবস্থাপক আবুল কাশেম জানান, চা বাগানের জনগণ, সহজ সরল, অনঅগ্রসর জনগোষ্ঠী। তাই করোনা সম্পর্কে তাদের সচেতন করা জরুরি। সুরমা চা বাগানে প্রতিটি ঘরে ঘরে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বার্তা পৌঁছাতে কয়েকটি টিম গঠন করা হয়।
মন্তব্য