নগরীতে সিসিকের জীবাণুনাশক ছিটানো অব্যাহত

নন্দিত সিলেট:করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশন আজও নগরীতে জীবাণুনাশক ছিটানোর অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে রাস্তায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে। চারটি গাড়ি দ্বারা ক্রমান্বয়ে সবকটি রাস্তা ও রাস্তার আশপাশে জীবাণুনাশক ছিটানো হবে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, আগামীকাল করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মোট ৬টি গাড়ি দিয়ে জীবাণুনাশক ছিটানো হবে নগরীতে। সেই সাথে বাসাবাড়িতে নাগরিকদের সচেতন করে তুলতে দেয়া হচ্ছে স্যানেটাইজার সামগ্রী। এদিকে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে নগরবাসীকে সরকার নির্দেশিত স্বাস্থ্য পরামর্শ মেনে চলার অনুরোধ জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। সেই সাথে সর্বাত্মকভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি। পাড়া মহল্লার মোড়ে, কিংবা নিত্যপণ্যের দোকানে একের অধিক লোক সমাগম থেকে বিরত থাকা, বাসাবাড়ি ও আপনার বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।