সিলেটে সকাল ৮টা থেকেই শুরু হয়েছে সেনাবাহিনীর টহল

নন্দিত সিলেট:সিলেটে আজ (শুক্রবার) দ্বিতীয় দিনের মতো টহল শুরু করেছেন সেনাবাহিনী। আজ সকাল ৮টা থেকেই মাঠে বেরিয়েছে তারা। নগরসহ সিলেট জেলার সব উপজেলায় রাত পর্যন্ত সশস্ত্র এই বাহিনীর একাধিক টিম টহল দেবে। বিষয়টি আজ শুক্রবার (২৭ মার্চ) সকালে সিলেটভিউ২৪-কে জানিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (মিডিয়া) মো. মেজবাহ উদ্দিন। তিনি জানান, গতকাল (বৃহস্পতিবার) রাত পর্যন্ত সিলেটের সকল উপজেলায় টহল দিয়েছে সেনাবাহিনী। এসময় হ্যান্ড মাইক দিয়ে জনগণকে ঘরে থাকার আহ্বান জানায় তারা। পাশাপাশি আতঙ্কিত না হওয়ার এবং সচেতন ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দেয় সেনাবাহিনী। উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর লক্ষ্যে সিলেটের সব এলাকায় সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারি নির্দেশে গতকাল থেকে নিয়োজিত হয়েছে সেনাবাহিনী।