সিলেটে নতুন ভর্তি নেই, শামসুদ্দিন হাসপাতালে আছেন ৩

নন্দিত সিলেট: সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি নেই। করোনাসন্দেহে ২৯ মার্চ রোববার পর্যন্ত মোট ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩ জন বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। এছাড়া করোনা সন্দেহে ভর্তি হওয়া ফিনল্যান্ডের এক নাগরিকের মধ্যে করোনার উপসর্গ ধরা না পড়ায় ওই বিদেশী নাগরিককে স্বাভাবিক চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, হাসপাতালে থাকা ৩ রোগীর বিষয়ে তিনি বলেন, এখনও কোনো উপসর্গ দেখা দেয়নি ভর্তিকৃতদের শরীরে। রোববার পর্যবেক্ষণে থাকার পর আগামী কাল প্রয়োজন হলে তাদের শরীর থেকে রক্ত এবং ঘাম পরিক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। এদিকে, সিলেটে হোম কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে মুক্তি হয়েছেন ১ হাজার ২ শ’ ৪৭ জন। কোয়ারেন্টিনে থাকার নির্দিষ্ট ১৪ দিনের মেয়াদ কাটিয়ে তারা এখন স্বাভাবিক এবং মুক্ত রয়েছেন। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘন্টায় (শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত) মুক্ত হয়েছেন ২৬৮ জন। রোববার সিলেট বিভাগে ২৬৮ জন কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন। তন্মধ্যে সিলেট জেলার ৯০ জন, সুনামগঞ্জ জেলার ৬৫ জন, মৌলভীবাজারের ৪৩ জন এবং হবিগঞ্জ জেলার ৭০ জন আছেন। সবমিলিয়ে এ বিভাগে এখনও পর্যন্ত ১২৪৭ জন কোয়ারেন্টিন থেকে মুক্ত হয়েছেন।