সিলেটে হিজরাদের খাদ্য সামগ্রী দিলো পুলিশ

নন্দিত সিলেট:করোনাভাইরাসের সংকটকালীন সময় হিজরাদের খাদ্য সামগ্রী দিলো কোতোয়ালী থানা পুলিশ। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় নগরীর আলী আমজাদের ঘড়ির সামনে প্রায় ৮০ জন হিজরাকে খাদ্য সামগ্রী দেয়া হয়। এসময় কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া, ওসি (তদন্ত) সৌমেন মৈত্র, বন্দর ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া, টু আইসি হাসানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিয়া বলেন, করোনাভাইরাসের সংকটকালীন সময় আমরা মানুষকে প্রতিদিন সচেতন করছি। মানুষকে ঘরে থাকতে বলা হচ্ছে। পাশাপাশি সকল সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানানো হচ্ছে। একই সাথে আমরা আমাদের নিজেদের উদ্যোগে গরীব অসহায় মানুষদের খাদ্য সামগ্রী দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আজও হিজরাদেরকে খাদ্য সামগ্রী দেয়া হয়।