বানিয়াচংয়ে করোনা আক্রান্ত ৩ জন আইসোলেশনে

  বানিয়াচংয়ে করোনা আক্রান্ত ৩ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই ৩ জনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা আবুল হাদী মোহাম্মদ শাহ্‌পরান। তিনি জানান, রাতেই তাদেরকে অ্যাম্বুলেন্সে করে হবিগঞ্জ আধুনিক সদর হাসাপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করা হয়। আক্রান্তরা হলেন, ১ নং উত্তর-পূর্ব ইউনিয়নের মীরমহল্লার আলী আহমেদের পুত্র উজ্জ্বল মিয়া, ৩ নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের বানেশ্বর বিশ্বাসের পাড়ার রহমত উল্লাহ্‌র পুত্র সুমন মিয়া এবং একই ইউনিয়নের মহব্বতখানীর আব্দুশ শহিদের পুত্র আক্কাস মিয়া। তাদের বয়স ২২ থেকে ৪০ এর ভিতরে বলে জানা গেছে। এদের মধ্যে ২ জন গত ১৭ এপ্রিল শুক্রবার রাতে কুমিল্লা থেকে এবং ১ জন ঢাকা থেকে আসছিলেন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশের একটি দল হবিগঞ্জ-বানিয়াচং সড়কের শুঁটকি ব্রিজে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। পরদিন ১৮ এপ্রিল শনিবার বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তাদেরকে। সেখানে তাদের নমুনা সংগ্রহ করে কভিড-১৯ পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। পরে সোমবার (২০ এপ্রিল) রাতে তাদের করোনা রিপোর্টের ফলাফল ‘পজিটিভ’ আসে।