হবিগঞ্জের বানিয়াচংয়ে করোনা সন্দেহে আরও ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে বানিয়াচংয়ে মোট ১৪৫ জনের নমুনা সংগ্রহ করা হল। বুধবার (২২ এপ্রিল) বিকেলে নমুনাগুলো পাঠানো হয়। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা আবুল হাদী মোহাম্মদ শাহ্পরান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বানিয়াচংয়ে এখন পর্যন্ত ৩ জন করোনা আক্রান্ত হয়েছে। সম্প্রতি ঢাকা-নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলা থেকে বানিয়াচংয়ে আগত করোনা সন্দেহে কয়েকটি ধাপে মোট ১৪৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার সিলেটে পাঠানো হয়েছিল। গত পরশু রাতে পাওয়া রিপোর্টে ৩ জনের করোনা ধরা পড়ে। তাদেরকে ওইদিন রাতেই হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে। বানিয়াচংয়ে নমুনা সংগ্রহকারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নিশাত রহমান বলেন, প্রতিদিনই বানিয়াচংয়ে করোনা সন্দেহে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত বানিয়াচংয়ে মোট ১৪৫ জনের নমুনা সংগ্রহ করা হল। আজ বুধবার এবং গতকাল মঙ্গলবার যাদের নমুনা পাঠানো হয়েছে তাদের রিপোর্ট আগামীকাল (বৃহস্পতিবার) পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য