লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে গরিবদের মাঝে নগদ অর্থ সহায়তা

সিলেট দক্ষিণ সুরমার ‘লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র উদ্যোগে ইউনিয়নের গরিব, হতদরিদ্র ও করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া আড়াই শ’ পরিবারের মধ্যে নগদ অর্থসহায়তা প্রদান করা হচ্ছে। বর্তমান ঘরবন্দি অবস্থা এবং আসন্ন রমজান উপলক্ষ্যে অসহায়দের মাঝে আড়াই লক্ষ টাকা বণ্টনের উদ্যোগ নিয়েছে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) লালাবাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বণ্টন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ সময় বাড়ি বাড়ি টাকা পৌঁছে দেয়ার জন্য ৫টি টিম তৈরি করা হয়।

জানা গেছে, সহায়তা পাওয়ার দাবিদার ২৫০ পরিবারের মধ্যে ২ লক্ষ ৫০ হাজার টাকা বণ্টন করা করা হবে। প্রতি অসহায় পরিবারকে প্রদান করা হবে ১ হাজার টাকা করে। এ টাকা ৫টি টিমে ভাগ করে প্রাপকদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে বলে জানা গেছে।

এর সার্বিক তত্ত্বাবধানে আছেন ‘লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল।

তিনি বলেন, আশা করা যাচ্ছে ২/১ দিনের মধ্যেই ২৫০টি পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে এই আর্থিক সহায়তা।