প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী মানব কল্যাণে এগিয়ে আসতে হবে: নাদেল

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছন, এ ধরনের কাজের মাধ্যমে অনুপ্রানিত হয়ে প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী মানব কল্যানে এগিয়ে আসতে হবে। অসহায় ও কর্মহীন মানুষের মুখে হাসি ফুটানোর মাধ্যমে জীবনের সফলতা লাভ করার সুযোগ গ্রহণে সবার প্রতি আহবান জানান। দেশব্যাপী করোনাভাইরাস (কোভিড ১৯)-এর প্রার্দুভাবের ফলে সৃষ্ট বৈশ্বিক মহামারিতে ক্ষতিগ্রস্ত সিলেট নগরীর গরীব, দুস্থ, অসহায় ও কর্মহীন হয়ে পড়া পরিবারের মানুষদের জন্য সাবেক ছাত্রলীগ নেতা রাজীব চক্রবর্তীর ব্যক্তিগত উদ্যোগে নগরীর ১০ নং ওয়ার্ডের ঘাসিটুলায় খাদ্যসামগ্রী বিতরণ করার সময় তিনি উপরোক্ত কথা গুলো বলেন। শনিবার (২ মে) সন্ধ্যায় নগরীর ১০নং ওয়ার্ডে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন- সাদ্দাম আহমদ আকাশ, সবুজ আহমদ, মাহিন, নাহিদ প্রমুখ ।