করোনাকালে অসহায় মানুষের পাশে সেলিনা মোমেন

সিলেটে মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য উপহার বিতরণ অব্যাহত রয়েছে। দুদিন ধরে সিলেট নগরী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে করোনা পরিস্থিতিতে সংকটে পড়া অসহায় লোকজনের মধ্যে এই উপহার বিতরণ করে চলছেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন। সরকারি উদ্যোগের পাশাপাশি নিজের নামে ফাউন্ডেশন করে সিলেটের অসহায় লোকজনের পাশে দাঁড়িয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তার গঠন করা মোমেন ফাউন্ডেশনের উদ্যোগে করোনাকালীন সময়ে সিলেট নগরী ও সদর উপজেলার বিভিন্ন স্থানে খাদ্য উপহার বিতরণ চলছে। চরম এই দু:সময়ে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার পেয়ে দারুণ খুশি কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। গত দুদিন ধরে তার সহধর্মিনী সেলিনা মোমেন ঢাকা থেকে এসে ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য উপহার বিতরণ করছেন। সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়ন ও নগরীর ১৯ নম্বর ওয়ার্ডে অসহায় লোকজনের হাতে তুলে দিয়েছেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। অসহায়দের মাজে খাদ্য পৌঁছে দিতে তিনি যুক্ত করেছেন জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগকে। রোববার বিকেলে তার বাসভবন হাফিজ কমপ্লেক্সে মহিলা আওয়ামী লীগের দুই শাখার নেত্রীদের হাতে তিনি তুলে দিয়েছেন খাদ্য উপহারের প্যাকেট। সেলিনা মোমেন মনে করেন গত নির্বাচনে সিটি করপোরেশন ও সদর উপজেলার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তিনি নৌকার পক্ষে ভোট চেয়েছিলেন। মানুষ তাকে ও নৌকার প্রার্থী, কর্মী, সমর্থকদের বিমুখ করেনি। সাধারণ মানুষই আজ তাদেরকে এই অবস্থানে পৌঁছে দিয়েছে। তাই করোনার এই দু:সময়ে স্বজন হিসেবে তিনি তাদের কাছে ছুটে এসেছেন।