করোনাযুদ্ধে জয়ী ৮১৩ পুলিশ সদস্য

দেশে মহামারী করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সমরে মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা। প্রাণঘাতী এ ভাইরাসে দেশের মোট আক্রান্তের বড় একটি অংশ পুলিশ বাহিনীর। এদের মধ্যে চিকিৎসায় রোববার পর্যন্ত সেরে উঠেছেন পুলিশের ৮ শতাধিক সদস্য। এসব পুলিশ সদস্যের অনেকেই আবার কাজে যোগদান করেছেন। রোববার পুলিশ সদর দফরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৩২ জন পুলিশ সদস্য। এতে মারা গেছেন ১৩ জন। গত একদিনে ৯১ জন পুলিশ সদস্যকে সুস্থতার ছাড়পত্র দেয়া হয়েছে। সে হিসাবে গতকালের ৭২২ জনসহ এ পর্যন্ত মোট ৮১৩ জন পুলিশ সদস্য করোনাযুদ্ধে জয়ী হয়েছেন। কেন্দ্রীয় পুলিশ হাসপাতালসহ ভাড়া করা বেসরকারি হাসপাতালগুলোতে উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবায় নিশ্চিত করায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা।