সুরমা খেলাঘরের শারদ পাইলট স্কুলে যুগ্মভাবে শীর্ষে

প্রাঙ্গণ রায় শারদ এবছরের এসএসসি পরীক্ষায় সিলেট বোর্ডে সিলেট সরকারী পাইলট উচ্চ বালক বিদ্যালয়ের ছাত্র হিসেবে অংশগ্রহণ করে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। সে জিপিএ-৫ পেয়েছে। সর্বমোট ১৩০০ মানের পরীক্ষায় শারদ সর্বমোট ১২৩৫ অর্জন করে যা সিলেট সরকারী পাইলট উচ্চ বালক বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সর্বোচ্চ। তার সাথে এ ফলাফলের আরেক কৃতি ছাত্র কল্লোল চক্রবর্তী। শারদ তার প্রাপ্ত ফলাফলে সন্তোষ্ট। শারদের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, বাংলায় ১৮৭, ইংরেজীতে ১৭৪, অংকে ১০০, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ৯৪, ধর্মশিক্ষা ৯৮, পদার্থ বিজ্ঞান ৯৩, রসায়ন ৯৮, জীব বিজ্ঞান ৯৬, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ৪৯, উচ্চতর গণিত ৯৯, শারীরিক শিক্ষা স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধূলা ৯৮, ক্যারিয়ার শিক্ষা ৪৯। প্রাঙ্গণ রায় শারদ তার সকল শিক্ষকের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে তারই স্কুলের জনপ্রিয় শিক্ষক মহিম লাল নাথ, শাবিপ্রবি'র প্রাক্তন মেধাবী ছাত্র অনিক আচার্য্য, ওমেক'র প্রাক্তন মেধাবী ছাত্র লোকনাথ সাহা স্যারের কাছে। দৈনিক গড়ে তিনঘন্টা নিয়মিতভাবে পড়ালোখা করেছে। সে স্কুলের পাশাপাশি অনুশীলন কোচিং, উদ্ভাস থেকে পাঠদান গ্রহণ করেছে। সে রসমম মেমোরিয়াল হাই স্কুল ও ব্লুবার্ড হাই স্কুলেও লেখাপড়া করেছে। সে ২০১৪ সালে ব্লুবার্ড স্কুল থেকে পিইসিতে জিপিএ ৫ এবং সিলোট সরকারী পাইলট উচ্চ বালক বিদ্যালয় থেকে ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন এ+ অর্জন করেছে। প্রাঙ্গণ রায় শারদ দাবা খেলায় আগ্রহী। ছোটবেলায় সে নৃত্যশিল্পী ও তবলাশিল্পী হিসেবে যথেষ্ট প্রশংসা অর্জন করে। প্রাঙ্গণ রায় শারদের বড় বোন প্রিয়মা রায় সিঁথিও পিইসি, জেএসসি ও এসএসসিতে অনুরূপ ফলাফল অর্জন করে। শারদ রসময় মেমোরিয়েল হাই স্কুলের সিনিয়র শিক্ষক পংকজ কুমার রায় ও দক্ষিণ সুরমা উপজেলার কুতুব জালাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সম্পা দাসের দ্বিতীয় সন্তান ও একমাত্র পুত্র। শারদ বাংলাদেশের প্রাচীনতম শিশু-কিশোর সংগঠন "সুরমা খেলাঘর আসর, সিলেট" এর সভ্য ও নৃত্যশিল্পী। শারদ দক্ষ প্রকৌশলী হতে আগ্রহী। সে সকলের আশীর্ব্বাদ প্রার্থী। শারদের কৃতিত্বপূর্ণ সাফল্যে সুরমা খেলাঘর আসরের সভাপতি পরিতোষ বাবলু, সাধারণ সম্পাদক ধ্রুব গৌতম, সাবেক সভাপতি কনোজ চক্রবর্ত্তী বুলবুল ও রবীন্দ্র ভট্টাচার্য্য অভিনন্দন জ্ঞাপন করেন।