সিলেটের দক্ষিণ সুরমায় অব¯ি’ত নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল সম্পূর্ণ নিজ উদ্যোগে আলাদা ভবনে ২০ টি আইসিইউ বেড সহ করোনা ইউনিটে গত ১জুন হতে অদ্যবদি ৭৪ জন করোনা ও সাস্পেক্টেট করোনা রোগী ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। আইসিইউতে ৮ জন রোগী সহ বর্তমানে করোনা ইউনিটে ৩১ জন রোগী চিকিৎসা গ্রহণ করছেন। সাস্পেক্টেট রোগীদের জন্য রয়েছে আলাদা আইসোলেশন সেন্টার যা ইয়োলো জোন ও পজেটিভ রোগীদের রেড জোনে পৃথক ফ্লোরে রাখা হয়। গ্রীণ জোনে সাধারণ রোগীর জন্য রয়েছে সম্পূর্ণ পৃথক বিল্ডিং। এছাড়া প্রতিদিন ২৪ ঘন্টা সব ধরনের রোগী ভর্তি করা হচ্ছে।
মন্তব্য