হবিগঞ্জে ‘রেডজোন’ এলাকায় অভিযান, ১৩ প্রতিষ্ঠানকে জরিমানা

হবিগঞ্জ শহরের ‘রেডজোন’ ঘোষিত এলাকায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বিকেল ৪ টার পর দোকান খোলা রাখা, মাস্ক না পড়াসহ বিভিন্ন অভিযোগে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৭৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। এদের মধ্যে উজ্জ্বল রায়ের স্বর্ণালংকারের দোকানকে সর্ব্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরের পুরান মুন্সেফী, শ্যামলী, সবুজ বাগ, স্টাফ কোয়ার্টার ও মুসলিম কোয়ার্টার সড়কসহ ‘রেডজোন’ হিসেবে চিহ্নিত হবিগঞ্জ পৌরসভার ৬ ও ৯নং ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মতিউর রহমান। তিনি জানান, রেডজোনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বিকেল ৪টার পর কোন ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না। অপ্রয়োজনীয় কারণে ঘুরা-ফেরা করা ও মাস্ক ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।