মাস্ক দিয়ে নানা টাস্ক!

করোনাকালে অনেক কিছুই আমরা নতুনভাবে দেখছি কিংবা শিখছি। শুধু দেখছি কিংবা শিখছি বললে ভুল হবে, অনেক কিছু আবিষ্কারও করছি। এ যেমন ধরুন মাস্কের ব্যবহার। আমরা সাধারণভাবে জানি, মাস্ক জীবাণু প্রতিরোধে ব্যবহার করা হয়। কিন্তু এ মাস্ক পরিধানের নিয়ম-কানুনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমরা মাস্ক পরছি যেমন খুশি তেমন পদ্ধতিতে! বাঙালির নানা রকম মাস্ক পরিধানের খবর জানাচ্ছেন মো. রায়হান কবির কানের দুল পদ্ধতি : ছেলেদের এক কানে দুল পরা একটি পুরনো ফ্যাশন। আমাদের দেশের হিরো শাকিব খান কিংবা বলিউডের সালমান খানকেও এক কানে দুল পরতে দেখা যায়। কিন্তু আমরা আবিষ্কার করেছি দুলের জায়গায় মাস্ক! হ্যাঁ, রাস্তা-ঘাটে বের হলে লক্ষ্য করবেন, অনেকে মাস্ক কানে ঝুলিয়ে রাখেন! সময়ই ফ্যাশনের জন্ম দেয়। হয়তো করোনাকালের হালের ফ্যাশন এটাই- কানে মাস্ক পরা! কারচুপি পদ্ধতি : অনেকেই মাস্ক পরেন এমনভাবে, দূর থেকে দেখলে মনে হয় ঠিকই আছে। কিন্তু কাছে গেলে বোঝা যায় নাকের ছিদ্র দুটি বা ঠোঁট দুটি মাস্কের বাইরে উঁকিঝুঁকি মারছে। এইভাবে করোনাভাইরাসের জন্য শরীরে প্রবেশের রাস্তা খোলা রেখে মাস্ক পরিধানের হেতু কী আমরা জানি না! তবে যিনি এমন কারচুপি পদ্ধতিতে মাস্ক পরেন বেশির ভাগ সময় তাকে বেশ নির্বিকার দেখায়। জলপট্টি পদ্ধতি : জ্বরের সময় কপালে জলপট্টি দিতে যায় অনেককে। কিন্তু বাঙালির সৃষ্টিশীলতার সঙ্গে কে কবে পেরে উঠেছে! ইদানীং মাস্কের ব্যবহারেও অনেকে জলপট্টি পদ্ধতির প্রয়োগ করছেন! রাস্তাঘাটে অনেকে দুই কান থেকে টেনে এনে মাস্কটা কপালে তুলে রাখেন। এ ধরনের লোকজন দেখে কেউ যদি মনে করেন ভাইরাস কপাল ফুঁড়ে শরীরের ভেতরে প্রবেশ করে তবে সমূহ বিপদ! যেমন খুশি তেমন পরিধান পদ্ধতি : অনেকে আবার এদের চেয়েও এক কাঠি সরেস। এ শ্রেণির লোকজন কিছুক্ষণ কপালে, কিছুক্ষণ থুতনির নিচে, কিছুক্ষণ গলায় নামিয়ে যেমন খুশি তেমন পদ্ধতিতে মাস্ক পরিধান করেন। জিজ্ঞেস করলে হাসতে হাসতে জবাব দেন, ‘নাক-মুখ ঢাকলে দম বন্ধ হইয়া আসে!’ এ ধরনের জবাব শুনে অবশ্য আশপাশে যারা সঠিক পদ্ধতিতে মাস্ক পরেন তাদেরও দম বন্ধ হয়ে আসতে চায়। নাক প্রদর্শন পদ্ধতি : এরাও মূলত ‘দম বন্ধ হয়ে আসা’ শ্রেণির জনতা। মাস্কটা মুখে থাকলেও এরা কৌশলে নাকের ছিদ্র দুটি মাস্কের বাইরে রেখে ঘুরে বেড়ায়। প্রশ্ন করলে জবাব রেডি, ‘কী করুম, দম বন্ধ হইয়া আসে!’ এ ধরনের নাক প্রদর্শন পদ্ধতিতে মাস্ক পরা লোকের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। মাফলার পদ্ধতি : এদের সমস্যামূলত গলায়। এ শ্রেণির লোকজন মাস্কটাকে দুই কান থেকে টেনে এনে গলায় নামিয়ে রাখে! অনেকটা শীতকালে মাফলার পরার মতো অবস্থা! এতে গলার কী উপকার হয় জানা না গেলেও যারা এ পদ্ধতিতে মাস্ক পরিধান করেন তাদের এ নিয়ে বিশেষ কোনো ভাবনা আছে বলে মনে হয় না। তারা মাস্কটাকে মাফলারের বিকল্প হিসেবে ব্যবহার করতেই পছন্দ করেন।