নবীগঞ্জে করোনা শনাক্ত আরও ৪, মোট আক্রান্তের সংখ্যা অর্ধশত পার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। নতুন করে আক্রান্ত চারজন হলেন নবীগঞ্জ উপজেলার সোনালী ব্যাংকের কর্মচার্রী বিষ্ণু আর্চায্য (৪০), উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মোঃ জাহাঙ্গীর মিয়া (৩৮), চরগাঁর গৃহবধু সানিয়া বেগম (২৭) ও দেবপাড়ার সামিনূর নাহার (২৭)। বৃহস্পতিবার (২৪ জুন) রাত সাড়ে নয়টায় এই তথ্যটি নিশ্চিত করেছেন নবীগঞ্জের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ। তিনি আরো জানন, নবীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত ৭৮০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৫৭০টি। আজ নতুন তিনজন ও আগের একজনসহ সর্বমোট ৫১ জন করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। বাকী ১৬০টি রিপোর্ট নেগেটিভ। আক্রান্তদের বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। উপজেলায় মোট আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৩০ জন সুস্থ হয়ে ওঠেছেন, তাদের মধ্যে ২৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। নতুন করে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসহ সকল বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।