সিলেট নগরীর কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার খবর জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২। বৃহস্পতিবার (২৫ জুন) ওই দিন সকাল ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বন্ধ রাখা হবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২৪ জুন) রাতে এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যানুসারে, নতুন লাইন নির্মাণ প্রকল্পের কাজের জন্য নগরীর কুশিঘাট পয়েন্ট থেকে টিলাগড় পয়েন্ট পর্যন্ত লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হবে না। ফলে ঐ লাইনের আওতাধীন মিরাপাড়া, শাপলাবাগ, রাজপাড়া ও টিলাগড়ের আশপাশ এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।
মন্তব্য