মহামারি করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যসুরক্ষার জন্য সিলেট দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কর্মকর্তা-কর্মচারীদের উপহার হিসেবে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) ও মাস্ক, গ্লাভস দিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মোজাফফর আলী। গত সোমবার (১৩ জুলাই) বিকেলে যথাক্রমে লালাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পীর মো. ফয়জুল হক ইকবাল ও তেতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উসমান আলীর হাতে এসব সুরক্ষাসামগ্রী হস্তান্তর করা হয়। যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মোজাফফর আলীর পক্ষে পিপিই হস্তান্তর করেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু ও মহানগর বিএনপি’র সহ দপ্তর সম্পাদক সাবেক ছাত্রনেতা লোকমান আহমদ।
মন্তব্য