বানিয়াচংয়ে ছাত্রলীগ নেতা হত্যা : দুই আসামি গ্রেপ্তার

হবিগঞ্জের বানিয়াচংয়ে চাঞ্চল্যকর আব্দুর রউফ হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বানিয়াচং থানার পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় চকবাজার এলাকা থেকে তৈয়ব আলী (৩৮)ও রফিকুল ইসলাম রবিকে (৩৫) গ্রেপ্তার করে। গত ১২ জুলাই বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর রউফের (২৬) লাশ স্থানীয় জোয়াল্লা নদীর পার্শ্ববর্তী বাগাহাতা খেলার মাঠে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি ইউপি চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্যকে অবগত করা হয়। তারা বিষয়টি বানিয়াচং থানার পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করে। ওই ঘটনায় আব্দুর রউফের মা জরিনা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে আজ বৃহস্পতিবার বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন- তৈয়ব আলী (৩৮), রফিকুল ইসলাম রবি (৩৫), শুকুর আলী (৪০) ও শাহাজ উদ্দিন শাহা (৪৫)। পুলিশ সূত্রে জানা যায়, এই হত্যাকাণ্ডের পর থেকে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চালানো হয়। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে এসআই আব্দুস ছাত্তার একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, মামলার এজাহারের ভিত্তিতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।