আজমিরীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৯ প্রতিষ্টানকে জরিমানা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সামাজিক দুরত্ব এবং স্বাস্হ্যবিধি নিশ্চিত করতে মাঠে কাজ করছেন উপজেলা প্রশাসন ৷ স্বাস্থ্যবিধি না মানায় আজমিরীগঞ্জ সদর বাজারে ৯ প্রতিষ্টানকে নগদ চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা প্রদান করেন উপজলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট মতিউর রহমান খাঁন ৷ সামাজিক দুরত্ব এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষে ১৯ জুলাই বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্যাট মতিউর রহমান খাঁন এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ৷ এ সময় স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করায় ৯ টি প্রতিষ্টানকে চৌদ্দ হাজার পাঁচশত টাকা জরিমানা প্রদান করা হয় ৷ আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক(এস আই) বিদ্যুৎ দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন ৷ এসময় নির্বাহী ম্যাজিষ্ট্যেট মতিউর রহমান খাঁন বলেন মহামারি করোনার এই পরিস্হিতিতে সকলের সতর্ক অবস্হানই দেশকে নিরাপদ রাখতে পারে ৷ এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ৷