বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড ফেডারেশনের ২০২০-২০২২ মেয়াদে কার্যকরী কমিটির নির্বাচন গত ২২/০৮/২০২০ তারিখে ঢাকা শিক্ষা বোর্ড সম্মেলনে অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সিলেট শিক্ষা বোর্ড এমপ্লয়ীজ ইউনিয়নের চারবারের নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব মোঃ তাজুল ইসলাম কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষার্থী, অভিভাবকসহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সিলেট শিক্ষা বোর্ড ছাড়াও আন্তঃ শিক্ষা বোর্ড ফেডারেশনের আওতাধীন অন্যান্য সদস্য শিক্ষা বোর্ড হচ্ছে- ঢাকা, কুমিল্লা, রাজশাহী, বরিশাল, যশোর, চট্টগ্রাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষাক্রম ও টেক্সট বুক বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
মন্তব্য