সিলেটের বিয়ানীবাজার প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে সজীব ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক পদে মিলাদ মো. জয়নুল ইসলাম নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মো. আমান উদ্দিন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে সজীব ভট্টাচার্য ৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান ৮ ভোট ও আব্দুল ওয়াদুদ ৭ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে মিলাদ মো. জয়নুল ইসলাম পেয়েছেন ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আহমেদ ফয়ছাল ৮ ভোট পেয়েছেন।
মন্তব্য