নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে গত ২০ সেপ্টেম্বর থেকে করোনা পজেটিভ রোগী ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এর ফলশ্রুতিতে দেখা যায়, করোনায় আক্রান্ত রোগী গুলো নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে এসে ভর্তি হতে না পেরে অন্য কোন হাসপাতালে ভর্তির তথ্য পাওয়া যাচ্ছে না এবং রোগীদের সার্বিক ভর্তি সংক্রান্ত অসুবিধার কথা বিবেচনা করে করোনা রোগীদের সেবা পুনরায় চালু রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এখন থেকে পূর্বের ন্যায় করোনা রোগীরা নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে সেবা গ্রহন করতে পারবে। এছাড়াও নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের বহিঃর্বিভাগ ও আন্তঃবিভাগ এর সকল কার্যক্রম অব্যাহত থাকবে। পূর্বের ন্যায় সকাল ও বিকালে কনসালটেন্টবৃন্দ বহিঃবিভাগে রোগী দেখছেন। হাসপাতাল কতৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি
মন্তব্য