রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা আওয়ামী লীগের মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সফল প্রধানমন্ত্রী রাষ্টনায়ক শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিল পরে মাজার প্রাঙ্গণে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, হুমায়ূন ইসলাম কামাল, শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান মাহফুজ, ফারুক আহমদ, এমাদ উদ্দিন মানিক, মস্তাক আহমদ পলাশ, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, শাহিদুর রহমান শাহিদ, অ্যাডভোকেট নুরে আলম সিরাজী, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, শমশের জামাল, মহির উদ্দিন, গোলাপ মিয়া, আব্দুর বারী, অ্যাডভোকেট মনসুর রশীদ, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, সিলেট জেলা পরিষদ সদস্য মোহাম্মদ শাহানুর, সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, সুজেল আহমদ তালুকদার প্রমুখ।